যশোরে গাঁজা বেচাকেনার অভিযোগে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
গাঁজা বেচাকেনার জন্য অবস্থানকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাজেম মৃধা নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার দখল হতে সাতশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। সে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত দিঘীরপাড়া ৫নং ওয়ার্ড, মৃত সায়েদ আলী মৃধার ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এএসআই আমিরুল ইসলাম জানান, সোমবার ৩১ অক্টোবর রাত সোয়া ১০ টায় গোপন সূত্রে খবর পান পালবাড়ী টু নিউ মার্কেট সড়কের পালবাড়ী মোড়স্থ যমুনা প্লাজা শো’রুমের সমনে অবস্থান নিয়ে এক মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা তাজেম মৃধা দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখলে থাকা ৭শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। মঙ্গলবার ১ নভেম্বর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।