যশোরে ধর্ষককে দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  

যশোর প্রতিনিধি 
যশোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও আসামিকে দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে আজ রবিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার হামিদপুর গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এসময় বক্তারা বলেন, ধর্ষণকারী জাহাঙ্গীর শেখ প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। এ সুযোগে আসামি জাহাঙ্গীরের ভাই মামলা তুলে নিতে অব্যাহতভাবে হুমকি ধামকি দিচ্ছে। এজন্য অবিলম্বে ধর্ষনকরীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। ধর্ষিতা হামিদপুর এলাকার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী । মানববন্ধনে হামিদপুর এলাকার সাবেক মেম্বার শরিকুল ইসলাম শরিফ সরোয়ার হোসেন মানিক মিয়া সাব্বির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে যশোরের জেলা প্রশাসকের কাছে গ্রামবাসী এক স্মারক লিপি দেন।