যশোর প্রতিনিধি
গতকাল শনিবার ভোরে যশোর সদরের রহমতপুর রেলগেট নামক স্থানে রেজাউল (৪০) নামে এক গরু চোরকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গরু চোর ফরিদপুর জেলার কানাইপুর থানার সিদ্দিক মোল্লার ছেলে।
এলাকাবাসী জানায় ,গরু চোরের একটি দল যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শমসপুর, ফরিদপুরের গ্রামের মশিয়ার রহমানের দুইটা গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় উক্ত উক্ত স্থানে পৌঁছালে এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় এত সকালে গরু নিয়ে আসার কারণ জানতে চাইলে কোন উত্তর দিতে পারেনি । এ সময় উক্ত স্থানে ফেলে তাকে গণপিটুনে দিলে গরু চুরির কথা স্বীকার করে। এর আগে এলাকাবাসীর উপস্থিতি আচ করতে পেরে অন্যান্যরা চোরেরা পালিয়ে যায়। আহত রেজাউলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তার চিকিৎসা চলছে স্থানীয় গ্রামবাসীর জিম্মায় গরু দুটি রয়েছে বলে জানা গেছে।#