যশোর প্রতিনিধি: যশোরে রিকশাচালকের টাকা ছিনতাইয়ের ঘটনায় রাব্বী হোসেন রাসেল (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে যশোর সদর উপজেলার হামিদপুর বাওড়কান্দা থেকে তাকে আটক করা হয়। আটক রাব্বি শহরের নীলগঞ্জ শাহপাড়া আলমগীরের ছেলে।
ভুক্তভোগী শহরের ঝুমঝুমপুর মান্দারতলার বাসিন্ধা রিকশাচালক আপিল হোসেন অভিযোগ করে সাংবাদিকদের জানায়, দুপুর ১টার দিকে রাব্বী নামের ওই যুবক আমার রিকশা ভাড়া করে হামিদপুর বাওড়কান্দায় নিয়ে যায়। সেখানে রিকশা থেকে নেমে আমার রিকশা ভাড়া না দিয়ে পকেট থেকে চাকু বের করে আমার কাছে থাকা সাড়ে ৪০০ টাকা ছিনতাই করে নেয়। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাব্বীকে আটক করে। পরে খবর পেয়ে র্্যাব -৬ সদস্যরা তাকে আটক করেন।
জানতে চাইলে যশোর র্যাব-৬ কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান সাংবাদিকদের বলেন, আটক রাব্বী হোসেনকে কোতোয়ালি থানায় সোপার্দ করা হয়েছে। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।