পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে রচনা কুইজ হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে যশোর মুসলিম এইড পলিটেকনিক কলেজে দুই দিন ব্যাপী রচনা,কুইজ হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে গতকাল বুধবার সকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক বিল্লাল বিন কাসেম। এমএআইটি যশোরের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেস ক্লাব যশোরের সহ সভাপতি নূর ইসলাম, ডিএসবির সাব ইন্সপেক্টর আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠান শেষে মহানবী (সঃ) এর জীবনীভিত্তিক রচনা,হামদ-নাত, কুইজ ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন