যশোর প্রতিনিধি
যশোরে অজ্ঞান পাটির কবলে পড়ে ইজিবাইক চালকসহ দু’জনকে অজ্ঞান করে ইজিবাইকসহ অর্থ নিয়ে খোয়া গেছে। শনিবার সকালে এ দুইটি ঘটনা ঘটে। অসুস্থ্য অবস্থায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, যশোর শহরের মোল্ল্যা পাড়া এলাকার মৃত ধ্রব বিশ্বাসের ছেলে বিদ্যুৎ বিশ্বাস(৪০) ও কুমিল্লা লাকসাম এলাকার মৃত আকিল রায়ের ছেলে ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের ভাই বিশ্বদেব(৫২)।
হাসপাতালে বিদ্যুৎ বিশ্বাসের ভাই বিপ্লব বিশ্বাস জানান, কে বা কারা শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে বিদ্যুতকে অজ্ঞান করে কাছে থাকা ইজিবাইক নিয়ে পালিয়েছে। পরে কাজীপাড়া পুরাতন হোস্টেলেন ছাত্র ও পথচারী রিক্সা চালক আরমান হোসেন রাস্থার পাশে বিদ্যুৎকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে কুমিল্লা থেকে যশোরে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে অজ্ঞান পাটির কবলে পড়ে অর্থ খোয়া গেছে বিশ্বদেবের। পরে ভোরে একটি পরিবহন শহরের খাজুরা স্ট্যান্ডে নামিয়ে দিলে অজ্ঞান অবস্থায় শ্রমিকরা তাকে হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, সকালে সাতটার দিকে ও বেলা ১১টার দিকে অজ্ঞান অবস্থায় দুইজনকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। দ্রুত তাদের জ্ঞান ফিরে আসবে