শার্শা (যশোর)প্রতিনিধি:
সারা দেশের ন্যায় যশোরে শার্শা উপজেলার ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশু দের কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় টায় উপজেলার বুরুজ বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোভিড-১৯ ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী বলেন সারা দেশের ন্যায় যশোরের শার্শা উপজেলার আওতাধীন ১১টি ইউনিয়ন, ৩৩ টি ওয়ার্ড, ২৬৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ বছর থেকে ১১ বছর বয়সি ৪৪ হাজার ৪২৩ জন শিশুকে কোভিড-১৯ টিকা দেয়া শুরু হয়েছে। টিকার কার্যক্রম আগামী ১৩ দিন যাবত চলবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার জনাব নারায়নচন্দ্র পাল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. ইউসুফ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রমুখ।