যশোরে থানা ও মাদকদ্রব্য বিভাগের আলাদা অভিযান ফেনসিডিল গাঁজাসহ গ্রেফতার-২

বিশেষ প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা ও  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে। এ সময় এক নারীসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলা শেখহাটি (বাবলাতলা কর্মাস কলেজের দক্ষিণ পাশের্^ বাসা নং ২৪১) কামাল হোসেনের স্ত্রী নাজমা বেগম ও শহরের নাজির শংকরপুর (মাঠপাড়া) এলাকার সলেমান মোল্লার ছেলে ফিরোজ মোল্লা।  মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয় ক সার্কেল সূত্রে জানাগেছে,বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সার্কেলের একটি চৌকস টিম নাজির শংকরপুর ,চাতালের মোড় মুন্সী হ্যাচারী রোডস্থ আকবর হোসেন এর মুদি দোকানের সামনে থেকে ফিরোজ মোল্লাকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে,কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় থানার এক এসআইসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শেখহাটি বাবলাতলা গ্রামের নাজমা বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় নাজমা বেগমকে গ্রেফতার করে। পরে তার দেখানো মতে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের শুক্রবার ৭ অক্টোবর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।#