নিজস্ব প্রতিবেদক: মাকে বিয়েতে বাধ্য করতে তার সাত বছর বয়সী ছেলেকে অপহরণ করেছিলেন শফিকুল ইসলাম নামে প্রতিবেশী এক যুবক। গত রবিবার ঢাকার আশুলিয়ায় ঘটে এমন ঘটনা। অবশেষে পাঁচ দিন পর বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রামের বোয়ালমারী চর এলাকা থেকে শিশুটিকে উদ্ধারসহ সেই যুবককে গ্রেপ্তার করেছে র্যাবের একটি দল।
গ্রেপ্তার শফিকুল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গৌলক মণ্ডল এলাকার মৃত আইনুল হকের ছেলে। তিনি আশুলিয়ায় ভুক্তভোগী পরিবারের ভাড়া বাসার পাশেই থাকতেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
অন্যদিকে অপহৃত শিশুটি রাজবাড়ীর পাংশার পাইক্কাবাড়ি গ্রামের মারুফ হোসেনের ছেলে। শিশুটির মা-ও আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিনি ছেলেকে নিয়ে ওই এলাকার জামগড়ায় ভাড়া বাসায় থাকেন।
র্যাব জানায়, ভুক্তভোগী শিশুটির মা পোশাক শ্রমিক ও স্বামী পরিত্যক্তা। গ্রেপ্তার আসামির সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন শফিকুল। তাতে রাজি না হওয়ায় ছেলেকে অপহরণ করে ওই নারীকে বিয়েতে বাধ্য করাতে চেয়েছিলেন শফিকুল।