মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে অজ্ঞাত নামা এক নারীর মরাদহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ৫ অক্টোবর (বুধবার) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জয়নগর ইটভাটার পাশের একটি কলাবাগান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।
তবে ওই নারীর পরিচয় সনাক্ত হয়েছে বলে জানিয়েছে র্যাব।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, রাত আটটার দিকে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন জয়নগর ইটভাটার পাশে লোকমান মিয়ার কলাবাগানে এক নারীর মরদেহ পড়ে আছে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে যেয়ে অজ্ঞাত নামা ওই নারীর লাশ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সন্ধ্যার পরপরই ওই নারীকে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেনি। তিনি আরো জানান ঘটনাস্থলে পুলিশের সাথে র্যাব ও পিবিআই সদস্যরা ছায়া তদন্ত করছে।
এদিকে র্যাব- ৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, তারা ওই নারীর পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছেন। নিহত নারীর নাম হীরা বেগম এবং তিনি মনিরামপুরেরই বাসিন্দা। তদন্তের স্বার্থে তার বিস্তারিত পরিচয় জানাতে চাননি র্যাবের এ কর্মকর্তা।