বিশেষ প্রতিনিধি
নগদ ছয় লাখ টাকা দিয়ে কার্গো ট্রাক কিনে বাকী আট লাখ টাকা না দিয়ে প্রতারণাসহ আত্মসাতের অভিযোগে কোতয়ালি মডেল থানায় দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। কার্গো ট্রাকের মালিক বরিশাল জেলার নতুন বাজার এলাকার বর্তমানে সদর ্উপজেলার সিতারামপুর (উত্তরপাড়া বিবাহের কাজী কামালের বাড়ির ভাড়াটিয়া মৃত ফজলু হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম। রোববার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মামলায় দুই সহোদরকে আসামী করেছে। এরা হচ্ছে, বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলার ৮২৮২ দক্ষিণকাঠি গ্রামের মৃত কৃষ্ণকান্ত পাইকের ছেলে দুলাল চন্দ্র পাইক ও একই জেলা,উপজেলার পাশিবপুর গ্রামের মৃত কষ্ণিকান্ত পাইকের ছেলে কিশোর চন্দ্র পাইক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রতারণা ধারায় মামলা হয়েছে।
মামলায় শহিদুল ইসলাম বলেন, তিনি (সাতক্ষীরা ট-১১-০০১৩) কার্গো ট্রাকের মালিক। আসামীরা পরস্পর আপন দুই ভাই বলে বাদির কাছে পরিচয় দেয়। গত ২৯ সেপ্টেম্বরন সকাল সাড়ে ১১ টায় মুড়োলী মোড়ের নূর ইসলামের গ্যারেজ ঘরে আসামীরা স্থানীয় লোকজনের সামনে বিবাদীদ্বয় যৌথভাবে বাদির কার্গো ট্রাক গাড়ী ১৪ লাখ টাকা মূল্য ধার্য্যে ক্রয়করে নগদ ৬লাখ টাকা বাদিকে প্রদান করে এবং অবশিষ্ট ৮ লাখ টাকা পরবর্তীতে প্রদান করবে বলে বিভিন্ন শর্ত সাপেক্ষে স্ট্যাম্পে স্বাক্ষিদের সামনে বিবাদীদ্বয় স্বাক্ষর করে। বিবাদীদ্বয় বাদির কার্গো ট্রাক গাড়ীটি নেওয়ার পর পাওনা টাকা পরিশোধ না করে নানা তালবাহানাসহ ঘুরাতে থাকে। গত ২৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টায় মুড়ালীর মোড় গোল চত্বরের উত্তরপাশের্^ বিবাদীদ্বয়কে পেয়ে বাদির পাওনা ৮লাখ টাকা পরিশোধ করার জন্য তাগিদা প্রদান করলে বাদির পাওনা প্রদান করতে সম্পূর্ন অস্বীকার করে। উক্ত ঘটনার পর থেকে বিবাদীদ্বয় বাদির উক্ত ট্রাক নিয়ে আত্মসাত করেছে। আত্মসাতের ঘটনা স্থানীয় লোকজন অনেকে জানে শোনে ও দেখেছে।#