মুক্তিপণ দিতে না পারায় কৃষক খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিপণ দিতে না পারার কারণে ছাইদুর রহমান (৪০) নামে এক কৃষক খুন হয়েছেন।

সোমবার সকালে উপজেলার গুনাইগাঁতী গ্রামের পাশের নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার কৃষক উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বলতৈল গ্রামের ইদ্রিস আলীর ছেলে। গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় অপহৃত হন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ছাইদুর সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। পরদিন তার পরিবারের মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে দেড় লাখ টাকা দাবি করা হয়।

তিনি বলেন, কৃষক ছাইদুরের পরিবারের পক্ষে এতো টাকা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। পরে সমবার সকালে স্থানীয়রা গুনাইগাঁতী গ্রামের পাশের নদীতে ছাইদুরের ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ইতোমধ্যে ফোন কলের সূত্রধরে খুনিদের শনাক্তের প্রচেষ্টা শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।