যশোর শহরে ইয়াবা ও গাঁজা বিক্রির সময় যুবক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
শহরের ষষ্টিতলা পিটিআই মোড় এলাকার এক বাড়ির সামনে অবস্থান নিয়ে ইয়াবা ও গাঁজা বেচাকেনার অভিযোগে শরিফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত অজিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় শুক্রবার ২৩ সেপ্টেম্বর কোতয়ালি মডেল থানায় রাতে মাদক আইনে মামলা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই জসিম উদ্দিন জানান,গত শুক্রবার ২৩ সেপ্টেম্বর দুপুরে গোপন সূত্রে খবর পান শহরের ষষ্টিতলা পিটিআই মোড়স্থ মিসেস নূরজাহান হোন্ডিং এর বাসার সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিক্রেতা অবস্থান নিয়ে মাদক বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা শরিফুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখল হতে ১০ পিস ইয়াবা ও ১শ’ ৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেন। শনিবার ২৪ সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতে সোপর্দ করে।