যশোরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে সাতক্ষীরার যুবক নিহত

যশোর প্রতিনিধি
যশোরে মোস্তাফিজুর রহমান(৩২) নামে সাতক্ষীরা জেলার এক যুবক যশোরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার সদর উপজেলার  সুলতানপুর শাহাপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। এহত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের ভাই মোত্তালির জানান, খুলনার একটি ফিড কোম্পানিতে চাকরি করতেন মোস্তাফিজুর রহমান। গতকাল রবিবার সকাল সাতটায় বাসা থেকে বের হয়ে খুলনায় অফিসে যান। খুলনা থেকে অফিসিয়াল কাজে ঝিনাইদহ যান। এরপর আর কিছু বলতে পারবো না।
নিহতের স্ত্রী জান্নাতুল বলেন, মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ যাচ্ছিলেন, এসময় সাথে তার সহকর্মী রবিউল ইসলাম ছিলেন। হঠাৎ করেই তার মোবাইল বন্ধ পায়, তারপর খোঁজ নেয়ার অনেক চেষ্টা করি। আজ সোমবার ভোররাতে জানতে পারি যশোরের চাঁচড়া এলাকায় মোস্তাফিজুর রহমানকে খুন খরা হয়েছে। লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
গতকাল রবিবার হাসপাতাল, পুলিশসহ একাধিক সূত্র জানিয়েছিলেন, যশোর শহরের চাঁচড়া এলাকায় মোস্তাফিজুর রহমানকে ইজিবাইকে এনে মৃত অবস্থায় ফেলে রেখে যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহম্মদ তারেক শামস বলেন, প্রচুর রক্তক্ষরণের কারণে মোস্তাফিজুরের মৃত্যু হয়েছে।
কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবার এসে লাশ শনাক্ত করেছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আর্থিক লেনদেনের কারণে মোস্তাফিজুর রহমান খুন হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে যশোর শহরতলীর বিরামপুর এলাকার অনিশ মন্ডলের ছেলে অন্তর মন্ডল নামের এক যুবককে আটক করা হয়েছে।