যশোর প্রতিনিধি
যশোরে রিক্তা খাতুন (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী আকাশ ওরফে আসাদুল।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামে এঘটনা ঘটে। নিহতের মরদেহ এখন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
নিহত রিক্তা খাতুন শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে শফিকুল ইসলামের মেয়ে। এবং আকাশ খান ওরফে আসাদুল ঝিকরগাছার বৃষ্টিপুর গ্রামের রফিকুল ইসলাম রাজার ছেলে।
নিহতের মা রোকেয়া খাতুন অভিযোগ করে জানায়, আমার মেয়ের স্বামী আকাশ বিদেশ (মালয়েশিয়া) ছিলো। ১০ দিন আগে সে বাড়িতে আসে। আজ সকালে মেয়ে তার শ্বশুরবাড়ি বৃষ্টিপুরে তরকারি কাটছিলো। হটাৎ করেই জামাই এসে বঠির আছাড় দিয়ে রিক্তার মাথায় কয়েকটি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁকড়া প্রাইভেট ক্লিনিকে পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আমি খবর পেয়ে হাসপাতালে মেয়ের কাছে আসি। চিকিৎসাধীন অবস্থায় বিকালের দিকে রিক্তা মারা যায়।
জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, পারিবারিক কলহের কারণে স্বামীর বঠির আঘাতে গৃহবধূ খুন হয়েছে। পুলিশ অভিযানে আছে ঘাতক আকশ ওরফে আসাদুলকে আটকের চেষ্টা অব্যাহত আছে।