সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম সাহিদা।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে আকরাম খানের ফোন পেয়ে মহাখালী ডিওএইচএসের ৩ নম্বর রোডে ১৫৭ নম্বর বাসার পাশ থেকে সাহিদাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কাফরুল থানা পুলিশ। এরপরই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যান।

ঘটনার কারণ অনুসন্ধানে আকরাম খান ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সাবেক এই খেলোয়াড় বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিব বলেন, ‘মহাখালী ডিওএইচএসের ৩ নম্বর রোডের ১৫৭ নম্বর বাসার কাছ থেকে আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি। মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সাহিদার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। প্রায় ১৩ বছর ধরে ক্রিকেটার আকরাম খানের বাসায় কাজ করছিলেন তিনি। আকরাম খানের বাসাটি ৩ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলার ডুপ্লেক্সে। আর সাহিদাকে পাওয়া গেছে ঠিক তার পেছনে ৪ নম্বর সড়কে চার তলা একটি ভবনের পাশে। মরদেহ উদ্ধারের সময় সাবেক এই ক্রিকেটার ঘটনাস্থলে ছিলেন।