যশোরের বেনাপোলে ফেন্সিডিল সহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০ বোতল ফেনসিডিল সহ নজমুল মোড়ল (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।
শনিবার (৬ আগষ্ট) ভোরে বারোপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নজমুল বেনাপোল পোর্ট থানার দক্ষিন বারপোতা গ্রামের মহব্বত মোড়লের ছেলে।
ডিবি জানায়, ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানার দক্ষিন  বারোপোতা গ্রামস্থ জনৈক হাবিবুর রহমানের বাড়ীর দক্ষিন পাশে ইটের সলিং রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সহ নজমুলকে আটক করে।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬০ হাজার টাকা।
এ সংক্রান্তে এএসআই শফিউর রহমান বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান ডিবি।