যশোরে  এক মাসে হারানো ৪৯টি মোবাইল উদ্ধার করলো সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল

নিজস্ব প্রতিবেদক:
যশোরে  এক মাসে হারানো ৪৯টি মোবাইল উদ্ধার করেছে,সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল। এবং
৭৮ হাজার ৯৭০ টাকা নগদ-বিকাশের টাকা উদ্ধার ও হ্যাক হয়ে যাওয়া ১০টি ফেসবুক আইডি পূণ:রুদ্ধার, মিসিং ১০ জন ভিকটিম উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন।
যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মোকিত সরকার আজ শনিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
এসময় মোকিত সরকার বলেন, যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় হারানো ৪৯টি মোবাইল উদ্ধার, ৭৮ হাজার ৯৭০ টাকা নগদ-বিকাশের টাকা উদ্ধার, ১০টি ফেসবুক আইডি হ্যাক হয়েছে, ৯ জন ভিকটিম মিসিং হয়েছে। জেলার ৯টি থানায় জিডি মুলে যশোরে সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল প্রযুক্তি ব্যবহার দেশের বিভিন্ন জেলা থেকে সে গুলো উদ্ধার করে আজ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয়া হলো।