যশোর প্রতিনিধি
শুক্রবার ৫ আগষ্ট বিকেলে যশোর শহরতলীর খোলাডাঙ্গা ব্রাক অফিসের সামনে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজদের বোমা হামলায় রবিউল ইসলাম সাগর (২৮) নামে এক মৎস্য ব্যবসায়ি আহত হয়েছে। একই এলাকার লাদেন বাবু, আশা, ইমরান, প্রান্ত ও ভাগ্নে সাগর এই বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সাগরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রবিউল ইসলাম সাগর খোলাডাঙ্গা ধর্মতলার সোহাগের ছেলে।
আহত সাগর অভিযোগ করেন, আমি এলাকায় মাছের চাষ করি। একই এলাকার লাদেন বাবু, আশা, ইমরান, প্রান্ত ও ভাগ্নে সাগর এসে সব সময় চাঁদা দাবি করে। শুক্রবার বিকালে এসে আবার টাকা চায়। না দিলে ওরা আমাকে বোমা ছুড়ে আহত করে। স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে ভর্তি হই। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহাম্মেদ তারেক শামস বলেন, বোমায় স্প্রিন্টার সোহাগের বাম হাতে লেগেছে। ভর্তি করে তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। বর্তমানে সে শংঙ্কামুক্ত। কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জান বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে