সৌদি আরবে হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৩ হাজার ৯৫৬ জন হাজি

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৩ হাজার ৯৫৬ জন হাজি।

১৪ জুলাই শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৫২টি ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন এই হাজিরা।

১৫২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৯টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত নয়টি ফ্লাইট রয়েছে।

এদিকে বৃহস্পতিবার শেষ হয়েছে সরকারি ব্যবস্থাপনার হাজিদের ফিরতি ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনার শেষ ফ্লাইট বিজি-৩৫৫২ স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ৩৩ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে।

বেসরকারি ব্যবস্থাপনার হাজিদের ফিরতি ফ্লাইট ৮ আগস্ট শেষ হবে।

এবছর ৬০ হাজার ১৪৬ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে এ পর্যন্ত ২৫ জন হজযাত্রী/হাজী মারা গেছেন, যাদের মধ্যে পুরুষ ১৮ জন, মহিলা সাতজন। এই ২৫ জনের মধ্যে মক্কা ১৯ জন, মদিনা চারজন ও জেদ্দা দুইজন মারা গেছেন।

সর্বশেষ মৃত্যু হয় গত ৩০ জুলাই।