ক্ষতিগ্রস্ত বানভাসীদের পূর্ণবাসনে নগদ অর্থ বিতরণ করলো বনিফেস

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়েছিল সিলেট-সুনামগঞ্জ এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ। অল্প কিছুদিন হচ্ছে বন্যা কবলিত এলাকার পানি নামতে শুরু করেছে। এখন সেখানকার মানুষের নগদ অর্থের অতিব প্রয়োজন। বন্যা চলাকালীন সময়ে যশোরে ‘বনিফেস যুব কল্যাণ সংস্থা’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান বন্যার্ত সহযোগিতার হাত বাড়িয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের জন্য যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। সেই সংগৃহীত অর্থ নিয়েই গত ১ আগস্ট (সোমবার) রাত ১০টার দিকে প্রেসকাব যশোরের সামনের থেকে ‘বনিফেস যুব কল্যাণ সংস্থা’র ৬ সদস্যের একটি টিম সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়।

গত ২ আগস্ট (মঙ্গলবার) দুপুর ৩টার দিকে সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের জন্য ৪৫ জনের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে নগদ আড়াই হাজার (২৫০০) টাকা প্রদান করা এবং ১১টি শিশুকে নগত এক শত টাকা করে প্রদান করা হয়।
বনিফেস যুব কল্যাণ সংস্থা’র প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা মাসুদুজ্জামান, প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল হোসেন বনি, কোষাধ্যক্ষ বায়জিদ হোসেন, সদস্য সদস্য জালালুদ্দিন রেন্টু, সোহেল রানা, শফিউল্লাহ বিশাস, মইনুল কবির। এছাড়া সুনামগঞ্জের জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পক্ষ থেকে স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন সাইদ হোসেন ও লোকমান হোসেন।
বনিফেস যুব কল্যাণ সংস্থা’র কার্যক্রমটি সফল করতে পরামর্শক হিসেবে সার্বিক দিকনির্দেশনা দেন সংস্থার উপদেষ্টা যশোরের বিশিষ্ট নাট্যকার মাস্উদ জামান। সহযোগিতায় ছিলেন মো. জায়েদ ও মো. খালেদ।