ভোলা প্রতিনিধি: ভোলায় গত রবিবার পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে গুরুতর আহত জেলা ছাত্রদল সভাপতি মো. নুরে আলম (৩৮) মারা গেছেন।
বুধবার দুপুরে ঢাকার কমফোর্ট হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ভোলা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নুরে আলমের স্ত্রী ও ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
এর আগে গত রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হন। এছাড়াও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
প্রথমে গুরুতর আহত নুরে আলমকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ওই দিন রাতে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকার গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। সর্বশেষ তিনদিন লাইফ সপোর্টে চিকিৎসাধীন থেকে বুধবার দুপুরে মারা যান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ এখনও হাসপাতালেই রয়েছে।