যশোর প্রতিনিধি
যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলোচিত বিবাহ ও তালাক রেজিস্ট্রার মোহাম্মদ হুসাইনের লাইসেন্স বাতিল করা হয়েছে।
তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মুরাদ হোসেন চৌধুরী সাক্ষরিত গত ২৬ জুলাই এক আদেশে মোহাম্মদ হুসাইনের লাইসেন্স বাতিল করে ওই ওয়ার্ডের নিকাহ ও তালাক রেজিস্ট্রার পদ শুন্য ঘোষনা করা হয়। এই সাথে শুন্য পদ পুরন না হওয়া পর্যন্ত ৩ নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
গত ২৮ জুলাই যশোরে জেলা রেজিস্ট্রার শাহজাহান সর্দার সাক্ষরিত এক আদেশে নুরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়।
বাল্য বিয়ে দেয়া এবং নিজস্ব এরিয়ার বাইরে ঝিনাইদহের বদনপুর গ্রামে গিয়ে মোহাম্মদ হুসাইন বিয়ের রেজিস্ট্রি করেন। এই বিষয়টি জেলা রেজিস্ট্রারের তদন্তে প্রমানিত হয়। এছাড়া বাল্য বিয়ে নিবন্ধন করায় যশোরের মণিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সুপারিস করেন। বিভিন্ন সময় একই বিয়ের বর ও কনে পক্ষকে ভিন্ন ভিন্ন কাবিননাম দিয়ে অনৈতিক সুবিধা দিয়েছেন বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তদন্তে প্রমানিত হয়েছে। এই কারণে দুইবার তাকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কোনবারই তিনি জবাব দেননি। তার নানা বিধ অনৈতিক কাজের জন্য তিনি যশোরে আলোচিত প্রতারক হিসাবে চিহ্নিত হয়েছেন। ফলে তার লাইসেন্স বাতিল করা হয়েছে।