ডেপুটি স্পিকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তরুণ লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদ: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী তরুণী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ।

শনিবার (২৩ জুলাই) এক শোকবার্তায় তিনি জানান, ফজলে রাব্বী মিয়া ছিলেন গণমানুষের নেতা, নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ও বিজ্ঞ পার্লামেন্টারিয়ান।

সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে সবসময় স্মরণ করবে।

আমি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

মহান আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন।

উল্লেখ্য, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টায় (নিউ ইয়র্ক সময় বিকেল ৪টা) যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।