যশোর প্রতিনিধি
অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করায় হাদিউজ্জামান নামে এক ব্যক্তির বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন তার প্রথম স্ত্রী। ৪ জুলাই সোমবার যশোরের মণিরামপুরের শোনাকুড় গ্রামের মৃত হোসেন আলী বিশ্বাসের মেয়ে রোজিনা বেগম বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি হাদিউজ্জামান একই উপজেলার জয়পুর গ্রামের আকবার আলীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ১ মার্চ হাদিউজ্জামান পারিবারিক ভাবে রোজিনা বেগমকে বিয়ে করেন। ২০২০ সালের পহেলা জানুয়ারি আসামি হাদিউজ্জামান স্ত্রীর কাছে যৌতুকের টাকা চেয়ে, না পাওয়ায় মারপিট করে দুই সন্তানসহ পিতার বাড়ি তাড়িয়ে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে রোজিনা স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। এরপর তিনি জানতে পারেন, তার স্বামী হাদিউজ্জামান ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর হাফিজা খাতুন নামে নারীকে বিয়ে করে গোপন রেখেছিল। গত ২২ জুন রোজিনা বেগম স্বামীর বাড়ি যেয়ে দ্বিতীয় বিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন। #