মাধঘোপা নিউজ ডেস্ক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। বিজ্ঞপ্তি অনুযায়ী বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে ৪৩টি পদে ৩৭৪ কর্মী নিয়োগ দেবে।
পদের নাম ও সংখ্যা:
১। সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-৫টি
২। গবেষণাগার সহকারী-৪টি
৩। নকশাকার-৩টি
৪। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-২০টি
৫। স্টোরম্যান-৬টি
৬। মিডওয়াইফ-২টি
৭। ফায়ার ফাইটার-৪টি
৮। মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার-১৯টি
৯। মিস্ত্রি ক্লাস-১ (ইঞ্জিন ফিটার)-৭টি
১০। মিস্ত্রি ক্লাস-১ (ইলেকট্রিক ফিটার)-৩টি
১১। মিস্ত্রি ক্লাস-১ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার)-৩টি
১২। মিস্ত্রি ক্লাস-১ (ওয়্যারলেস ফিটার)-১০টি
১৩। মিস্ত্রি ক্লাস-১ (ইন্সট্রুমেন্ট ফিটার)-৭টি
১৪। মিস্ত্রি ক্লাস-২ (এয়ারফ্রেম মেকানিক)-৩টি
১৫। মিস্ত্রি ক্লাস-২ (আর্মমেন্ট মেকানিক)-৪টি
১৬। মিস্ত্রি ক্লাস-২ (জেনারেটর মেকানিক)-৫টি
১৭। মিস্ত্রি ক্লাস-২ (ইলেকট্রিক মেকানিক)-১১টি
১৮। মিস্ত্রি ক্লাস-২ (মেকানিক্যাল ট্রানস্পর্ট মেকানিক)-২৬টি
১৯। মিস্ত্রি ক্লাস-২ (ওয়ারলেস মেকানিক)-৩টি
২০। মিস্ত্রি ক্লাস-২ (ইন্সট্রুমেন্ট মেকানিক)-৩টি
২১। মিস্ত্রি ক্লাস-২ (মেটাল ওয়ার্কার)-৯টি
২২। মিস্ত্রি ক্লাস-২ (কার্পেন্টার)-৮টি
২৩। মিস্ত্রি ক্লাস-২ (প্রিন্টার)-৮টি
২৪। মিস্ত্রি ক্লাস-২ (ওয়েল্ডার)-৫টি
২৫। মিস্ত্রি ক্লাস-২ (বাইন্ডার)-২টি
২৬। স্ত্রি ক্লাস-২ (এয়ারফেম মেকানিক)-২টি
২৭। পঅফিস সহায়ক-২৪টি
২৮। লস্কর-৪২টি
২৯। বাবুর্চি-২৫টি
৩০। লস্কর অ্যান্টিম্যালেরিয়া-৬টি
৩১। লস্কর এয়ারক্রাফট-৪টি
৩২। মেকানিক্যাল ট্রান্সপোর্ট গিজার-১০টি
৩৩। লস্কর পোর্ট মার্কার-১টি
৩৪। মেসওয়েটার-১৭টি
৩৫। লস্কর বার্ডশুটার-৩টি
৩৬। ওয়াচম্যান-৪টি
৩৭। লস্কর ওয়ার্ড বয়-১টি
৩৮। ওয়াসার আপ-১৬টি
৩৯। মালি-১০টি
৪০। ওয়াটার ক্যারিয়ার-৩টি
৪১। আয়া-১টি
৪২। পরিছন্নতাকর্মী-১৪টি
৪৩। নস্কর ফায়ার-৮টি
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.joinairforce-civ.baf.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।