শালিখা থেকে অস্ত্রসহ মেম্বার আটক যশোর  র‌্যাবের হাতে

যশোর প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার খন্দাকার মামুনকে (৩২) অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। তিনি ওই গ্রামের মৃত খন্দকার শাহাদৎ হোসেনের ছেলে।
যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শালিকার পুলুম ইউনিয়নের পুলুম বাজারের পূর্ব পাশের কবরস্থানের সামনে থেকে তাকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে তার কাছ থেকে একটি ওয়ান স্যুটারগান উদ্ধার করা হয়। শুক্রবার তাকে শালিখা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় শালিখা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।