ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ অন্তত ৫০ জন নিহত

মাধঘোপা আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীরা গুলি চালায় এবং বিস্ফোরণ ঘটায়। হামলায় শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় শহর প্রতিনিধি আদেলেগবে তিমিলেইন। খবর আল-জাজিরার।

রবিবার ওন্দো রাজ্যের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে উপাসকরা প্রার্থনার জন্য জড়ো হওয়ার পর পরই নৃশংস হামলা শুরু হয়।

ওন্ডো শহরের গভর্নর রোটিমি আকেরদোলু বলেন, আমরা শোকাহত। আমাদের শান্তি ও শান্তিকামী জনগণের ওপর শত্রুরা হামলা করে হত্যা করেছে।

স্থানীয় ওওয়ের একটি হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ৫০টির কম মৃতদেহ ওওয়ের ফেডারেল মেডিকেল সেন্টার এবং সেন্ট লুইস ক্যাথলিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওও নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোস থেকে ৩৪৫ কিমি পূর্বে অবস্থিত।

কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মৃতের সংখ্যা প্রকাশ করেনি। এমনকি রবিবারের হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

হামলার ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, গির্জার উপাসকদের মৃতদেহ রক্তের পুকুরে ভেসে আছে। তাদের পাশে লোকেরা কান্নাকাটি করছে।

আইন প্রণেতা ওগুনমোলাসুয়ি ওলুওলে বলেছেন, ওওর ইতিহাসে আমরা কখনও এমন কুৎসিত ঘটনার সম্মুখীন হইনি, এটা বাড়াবাড়ি