বঙ্গবন্ধুতে মণিরামপুর ও বঙ্গমাতায় ফাইনালে উঠলো কেশবপুর 

যশোর প্রতিনিধি
বুধবার যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা (অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের ২ টি সেমিফাইনাল খেলা হয়েছে। বঙ্গবন্ধুতে মণিরামপুর উপজেলা এবং বঙ্গমাতায় ফাইনালে উঠেছে কেশবপুর উপজেলা দল। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) প্রথম সেমিফাইনালে জিতে ফাইনাল নিশ্চিত করে মণিরামপুর উপজেলা দল। তারা সাডেন ডেথে পরাজিত করে যশোর পৌরসভা দলকে। খেলার নির্ধারিত সময় ২-২ গোলে সমতা ছিলো। টাইব্রেকারেও ৩-৩ গোলে অমিমাংশিত থাকায় সাডেন ডেথে গড়াই ম্যাচ। মণিরামপুর উপজেলা দলের মামুন হোসেন ৯ মিনিটে এবং ইমাম উদ্দিন দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে উভয়ে একটি করে গোল করেন। যশোর পৌরসভা দলের মুরসালিন দ্বিতীয়ার্ধের ১২ ও নাহিদ ১৮ মিনিটে একটি করে গোল করেন। ম্যাচ সেরা হন মণিরামপুর উপজেলা দলের ইমাম উদ্দিন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালিকা অনূর্ধ্ব-১৭) প্রথম সেমিফাইনাল ম্যাচে জয়ী হয়ে ফাইনালে উঠলো কেশবপুর উপজেলা দল। তারা ১-০ গোলে পরাজিত করে মণিরামপুর উপজেলা দলকে। কেশবপুর উপজেলা দলের রিয়া ম্যাচের ১৫ মিনিটে একমাত্র গোলটি করেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কেশবপুর উপজেলা দলের প্রিয়া। দুটি ম্যাচ সেরার পুরস্কার প্রদান করেন মণিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হাসান। আজ টুর্নামেন্টের ২ টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।