যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় প্রায় সাড়ে ১৪ কেজি সোনার বারসহ আটক শাহ আলমের একদিনের রিমান্ড মঞ্জর করেছে আদালত। শাহ আলম চৌগাছার বড় কাবিলপুর গ্রারেম আব্দুর রহিমের ছেলে। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ শুভ আসামির রিমান্ড আবেদনের শুনানী শেষে এ আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২০ মে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯/ই কোম্পানি বিজিবির সদস্যরা বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকার পাশের কাঁচা রাস্তার উপর অবস্থান নেন। এ সময় মোটরসাইকেলে একজন কৃষক বেসে সীমান্তের দিকে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি। মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে শাহ আলমকে আটক করা হয়। আটক শাহ আলমের দেহ তল্লাশি করে কোমরে টেপ দিয়ে বাধা ১শ’২৪ পিচ সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১৪ কেজি সাড়ে ৪শ’ গ্রাম। যার মুল্য দশ কোটি ১১ লাখ ৫০ হাজার। এ ঘটনায় বিজিবির নায়েক আবু রায়হান বাদী হয়ে চোরাচালান দমন আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী আটক শাহ আলমকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। মঙ্গলবার আসামির রিমান্ড আবেদনের শুনানী শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।