যশোরে আপন চাচাতো ভাই কর্তৃক ট্রাক চাপা  দিয়ে হত্যার চেষ্টা ॥ চালক গ্রেফতার

যশোর প্রতিনিধি
পারিবারিক বিষয় নিয়ে পূর্ব শত্রুতার কারনে আপন চাচাতো ভাই কর্তৃক ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। স্থানীয় জনগনের সহায়তায় পুলিশ ট্রাক চালক চাচাতো ভাই মিন্টু খানকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার কচুয়া খানপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে।
যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার কচুয়া খানপাড়া গ্রামের কামাল খানের ছেলে আনোয়ার হোসেন  খান বাদি হয়ে সোমবার ১৬ মে সকালে কোতয়ালি মডেল থানায় মামলা দেন। মামলায় তিনি উল্লেখ করেন, আসামী মিন্টু খান তার আপন চাচাতো ভাই। সে পেশায় একজন ট্রাক চালক। মিন্টু খানের সাথে বাদির পারিবাকি বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে।  শত্রুতার জের ধরে ইতিপূর্বে মিন্টু খানসহ তার সহযোগী আসামীরা বাদিকে মারপিট করাসহ বসত বাড়িতে ভাংচুর করলে বাদি স্থানীয় ভাবে বিষয়টি বারংবার সমাধান করার চেষ্টা করে কোন সমাধান করতে না পেরে বাধ্য হয়ে বাদি বিজ্ঞ আদালতে একটি পিটিশন মামলা করেন। পুলিশ পিটিশন মামলাটি গত ১৩ মে তদন্তে যাওয়ার পর আসামী মিন্টু খান আরো ক্ষিপ্ত হয়ে বাদিকে পথে ঘাটে নিজের চালানো ট্রাক দিয়ে চাপা দিয়ে হত্যা করবে বলে হুমকী ধামকী দিতে তাকে। গত রোববার ১৫ মে রাতে বাদি রুপদিয়ায় তরমুজ হাটস্থ তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কর্মচারী জসিম উদ্দিন (২২) কে নিয়ে নিজের মোটর সাইকেল যোগে মুড়লী জোড়া মন্দির ভাড়া বাসার উদ্দেশ্যে রওয়ানা করে। মিন্টু খান পরিকল্পনা অনুযায়ী বাদিকে হত্যা করার উদ্দেশ্যে নিজ  চালানোরত ট্রাক যার নং (ঢাকা মেট্টো ট-১৮-৬৪৪৬) নিয়ে বাদির পিছু তাড়া করে প্রতিমধ্যে কয়েকবার চাপা দিয়ে হত্যার চেষ্টা করে। তার চেষ্টা ব্যর্থ হয়ে রাত ১১ টা ২০ মিনিটে চাপা দিতে ব্যর্থ হয়ে ট্রাকটি রাস্তার পাশে নরম মাটিতে ফেঁসে যায়। স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে আটক করে। সোমবার ১৬ মে মিন্টু খানকে আদালতে সোপর্দ করে।