যশোর প্রতিনিধি যশোরে জহিরুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে সদর উপজেলার চাঁচড়া ভাতুড়িয়া পশ্চিমপাড়ার সবুর সরদারের ছেলে সাইফুল ইসলাম (১৯)। পুলিশ তাকে আটক করেছে।
চাঁচড়া বেড়বাড়ী এলাকার মৃত আমজাদ খানের ছেলে জহিরুল ইসলাম এজাহারে উল্লেখ করেছেন, তিনি ও আসামি সাইফুল শহরের একটি মোটরসাইকেল শো-রুমে চাকরি করেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোদ্বন্ধ ও শত্রুতা গড়ে উঠে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আসামির বড় ভাই সাইদুর রহমান মোবাইল নম্বর দিয়ে তাকে ফোন দেন এবং বলে তাদের বাড়িতে যেতে। দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। তিনি এসে যেনো মিটিয়ে দেন। তিনি ফোন পেয়ে বাড়িতে যাওয়া মাত্রই আসামি সাইফুল রাগান্বিত হয়ে তার দিতে তেড়ে আসে। এবং হাতে থাকা চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। সে সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে জড়ো হয় এবং সাইফুলের হাত থেকে চাকু কেড়ে নিয়ে মারপিট করে। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ তাকে আটক করে। #