যশোর প্রতিনিধি
যশোরে ব্রাদার্স ক্লাবের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে । রমজান মাসে অনেকেই অসহায়, গরীব ও দুস্থ মানুষদেরকে সাহয্য-সহযোগিতা করে থাকে। এখানে যে কেউ ইফতার করতে পারেন। তবে মূলত অসহায় গরীব ও দুস্থদের জন্য এ আয়োজন। ব্রাদার্স ক্লাবের নিজস্ব তহবিল থেকে তারা খরচ করছেন। ২০০ টি ইফতার প্যাকেট জন রোজাদারের জন্য প্রতিদিন ইফতারের আয়োজন করেন। ইফতার নেওয়ার জন্য সারিবদ্ধভাবে লোকজন দারিয়ে আছেন। অনেকেই স্কুল-ছাত্র, কেউবা ব্যবসায়ী, আমার অনেকেই ভ্যান চালক, রিকশাচালক, পথচারি, ভিক্ষুক, অসহায় এবং দরিদ্র শ্রেণীর মানুষ।
মঙ্গলবার বেজপাড়া সাদেক দারোগার মোড়ে তৃতীয় রোজার দিনে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হতদরিদ্রের মাঝে ২০০ টি ইফতার প্যাকেট বিতরন করা হয়। উক্ত মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর ট্রেডিং পরিবারের বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আলম ভক্তি, রবিউল আলম রবি, শরিফুল আলম ভুলু, আশরাফুল আলম পিয়াল, সাকিল আলম সহ আরো অনেকে।