যশোর প্রতিনিধি: আজ শনিবার সকালের দিকে যশোর মাগুরা সড়কের ইছালি ইউনিয়নের আর্দশ আয়েশা বিদ্যালয়ের সামনে বালিভর্তি একটি ট্রাকের ধাক্কায় অপেক্ষামান অপর একটি ট্রাকের চালক নিহত ও হেলপার আহত হয়েছে।
পুলিশ জানায়, ইছালি ইউনিয়নের আর্দশ আয়েশা বিদ্যালয়ের সামনে যশোর- ট-১১-৪৯২৩ নম্বরের একটি বালিভর্তি ট্রাক রাস্তার অবস্হান করছিল। এসময় মাগুরার দিক থেকে খুলনা- ট-১১-১৬২৭ নম্বরের একটি ট্রাক রাস্তার পাশে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক নিহত হয়।
নিহত আহতরা হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার চৌধুরীহাটি গ্রামের বাবর আলির ছেলে শরিফুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় যশোরের,অভয়নগর উপজেলার বউবাজার গ্রামের আব্দুল হালিম ও খুলনার ডুমুরিয়া উপজেলার কানাইডাঙ্গা গ্রামের বিকাশ মণ্ডলেরর ছেলে উৎপল(২৮)।তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ যশোর মর্গে রাখা হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।