যশোর প্রতিনিধি
যৌতুক মামলায় শাকিল আহম্মেদ কল্লোক নামে এক ব্যক্তিকে ১ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে যশোরের একটি আদালত। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আরমান হোসেন এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রপ্ত চুয়াডাঙ্গা সদরের ফার্মপাড়ার হারুন অর রশীদের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ২৮ এপ্রিল আসামি কল্লোল যশোর শহরের শংকরপুরের মনি মোল্যার মেয়ে সোনিয়া খাতুনকে বিয়ে করেন। বিয়ের দেড় বছরের মাথায় আসামি কল্লোল ১ লাখ টাকা যৌতুক দাবি করে তার স্ত্রীর উপর শারিরীক ও মানষীক র্নিযাতন শুরু করে। যৌতুকে টাকা দিতে অস্বীকার করায় ২০১৮ সালের ১২ আগস্ট আসামি কল্লোল তাকে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। ওই বছরের ১৯ সেপ্টেম্বর আসামিকে ডেকে মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে ২৬ সেপ্টেম্বর যৌতুক নিরোধ আইনে মামলা করেন সোনিয়া খাতুন। ্ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি কল্লোলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত কল্লোল পলাতক রয়েছে