যশোর প্রতিনিধি
শহরের শংকরপুর সরকারি মুরগির খামারের পেছনে এক বাড়িতে হামলা চালিয়ে দুই ভাইকে জখমের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ওই এলাকার উসমান কাজীর স্ত্রী শারমিন বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। মামলায় আসামিরা হচ্ছে, যশোর শহরের শংকরপুর আশ্রম রোডস্থ সুইপার কলোনীর সামনে রাবেয়া মঞ্জিলের নূরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর হোসেনের স্ত্রী বেবী খাতুন (৫০), ছেলে সোহেল (২৬), বাবু (২৪), বাবুর স্ত্রী শিরিনা খাতুন (২০) এবং আক্তারের মেয়ে প্রিয়া খাতুন (২০)।
এজাহারে শারমিন বেগম উল্লেখ করেছেন, আসামিরা মাদক ব্যবসায়ী। তাদের নামে একাধিক মামলা আছে। জমি নিয়ে বিরোধের পূর্ব শত্রুতার জেরে আসামিরা তার স্বামীকে মারপিটসহ ক্ষতির চেষ্টা করে। গত ১৯ ফ্রেব্রুয়ারি বিকেলে দেশি অস্ত্র নিয়ে তাদের বাড়িতে ঢোকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেসময় তার দেবর ইমরান কাজী গালি দিতে নিষেধ করলে আসামিরা তার ওপর চড়াও হয়। তাকে দা দিয়ে কোপ দেয়। এ সময় তার স্বামী ঘর থেকে বেরিয়ে ঠেকাতে গেলে তাকেও মারপিটে জখম করে। সে সময় তিনিসহ অন্যান্যরা এগিয়ে গেলে আসামিরা তাদেরকেও মারপিট করে। ঘটনার সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তার স্বামী ও দেবরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দেবর ইমরান কাজী অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনার রেফার্ড করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে