যশোরে দুবাই প্রবাসী যুবককে প্রলোভন দিয়ে ২৫লাখ টাকা নিয়ে একটি চক্র লাপাত্তা

বিশেষ প্রতিনিধি
ইন্টারনেট টাওয়ার বসানো বাবদ ৫ কোটি টাকা এবং প্রতিমাসে ২৫ হাজার টাকা দেওয়ার প্রলোভন দিয়ে দুবাই প্রবাসী এক যুবকের কাছ থেকে কৌশলে ২৫লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মোবাইল নাম্বার ধারী তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে, কথিত নাম হেদায়েতুল্লাহ মিজান মোবাইল নম্বর ০১৮৭৩৯৮৮৭৭৫, কথিত মারুফ, মোবাইল নাম্বার ০১৬১৭১২০৯১৯ ও কথিত শান্ত, মোবাইল নাম্বার ০১৯৩৫৮২৮৬২১।
যশোরের চৌগাছা উপজেলার ভাদড়া গ্রামের আব্দুল সালামের ছেলে আব্দুল করিম বাদি হয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মামলায় উল্লেখ করেন, তিনি দুবাই হতে দুই মাস তেইশ দিন বাড়িতে ফিরে অবস্থান করছেন। তার বাড়িতে ভবন নির্মাণের কাজ চলাকালে গত ১৫দিন পূর্বে শান্ত নামের ব্যক্তি মোটর সাইকেল যোগে এসে বাদিকে ডেকে বলে যে বাদীর ভবনে ইন্টারনেট টাওয়ার বসাইলে টাওয়ারের জন্য ৫ কোটি টাকা এবং প্রতিমাসে ২৫ হাজার টাকা করে দিবে মর্মে প্রতিশ্রতি দেয়। বাদির সাথে কথা বার্তা বলে চলে যায়। এরপর উক্ত ব্যক্তি বাদির মোবাইল ফোনে প্রায় সময় টাওয়ারের বিষয় কথা বার্তা বলার এক পর্যায় বাদিকে ২৫লাখ টাকা নিয়ে যশোর শহরের ধর্মতলা মোড়ে আসতে বলে। বাদি তাদের কথা বার্তা বিশ^াস করে গত ২৩ ডিসেম্বর সকাল ১০ টায় যশোর শহরের ধর্মতলা মোড়ে এসে অজ্ঞাতনামা মহিলার বাসা যাহা বিবাদীদের ভাড়া নেওয়া বাসায় উল্লেখিত নামধারী তিনজন ব্যক্তিদের সাথে কথাবার্তা চুড়ান্তকরে বাদির বাড়িতে ইন্টারনেটের টাওয়ার বসাবে চুড়ান্ত করে বাদির কাছ থেকে ২৫লাখ টাকা গ্রহন করে। টাকা নেওয়ার পর কৌশলে দু’জন চলে যাওয়ার পর একজন বাদির কাছে থাকা অবস্থায় বলে ফুলের মালা ক্রয় করবে বলে বাদিকে দড়াটানা মোড়ে নিয়ে আসে এবং টাকা খুচরা করার কথা বলে কৌশলে চলে যায়। পরবর্তীতে উক্ত নাম্বার গুলিতে ফোন করে বাদি সব সময় মোবাইল নাম্বারগুলি বন্ধ পাচ্ছে। বাদি বুঝতে পারেন তার সাথে প্রতারনা করে টাকা গুলি আত্মসাত করেছেন। তিনি উপায়ূন্তর না পেয়ে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দিলে থানা পুলিশ মামলা হিসেবে নথিভূক্ত করেন।#