যশোর প্রতিনিধি : ‘সম্প্র্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ এই প্রতিপাদ্যে যশোরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ(আইডিইবি)-এর জেলা শাখা একটি বর্ণাঢ্য র্যালির আয়োজনে করে। সোমবার সকালে শহরের পুরাতন পৌরসভা সড়কে সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সহ-সভাপতি শহিদুল হক বাদল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ, প্রেসক্লাবের সেক্রেটারি এস এম তৌহিদুর রহমান, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি হারুন-অর রশিদসহ জেলার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।