যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ছোট শেখহাটিতে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মা বাবা ও ছেলেকে মারপিট ও কুপিয়ে জখমের অভিযোগে কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে। একই পরিবারের সাতজনের নাম উল্লেখ করে মামলাটি করেন ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে ওয়ালিদ হোসেন (৩২)। আসামিরা হচ্ছে, একই গ্রামের মৃত ইশারত মোল্লার ছেলে হযরত হোসেন (২৫), গোলাম বারিকের তিন ছেলে ইবাদ আলী মনু (৫০), মোহাম্মদ সিরাজ (৫২) ও মহাসিন (৫৪), মহাসিনের ছেলে বরতক (২৩) এবং মৃত কাজীম মোল্লার দুই ছেলে নাজির মোল্লা (৩৮) ও ঠান্ডু (৪০)।
মামলায় ওয়ালিদ হোসেন বলেন, আসামিদের সাথে তার জমি নিয়ে বিরোধ ছিলো। সেই কারণে আসামিরা প্রায় সময় তাকে হুমকি ধামকি দিতো। গত ২৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় আসামিরা ধারলো দা, লোহার রড, বাঁশের লাঠিসহ প্রভৃতি নিয়ে তার বাড়িতে যায়। তারা তাকে খুঁজতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালজ করে। সে সময় তিনি গালিদিতে নিষেধ করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে তার মাথা লক্ষ্য করে দা দিয়ে কোপ মারে। তিনি সরে গেলে লক্ষ্যভ্রষ্ট হয়এবং তার হাতে লাগে। এরপর সকল আসামি একসাথে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট এবং দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তিনি রক্তাক্ত জখম হন। এ সময় তার পিতা আইয়ুব আলী ও মা জাহানারা বেগম এগিয়ে আসলে আসামিরা তাদেরকেও মারপিটে জখম করে। এ সময় চিৎকার চেঁচামেচি হলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি ও তার পিতা ও মা যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। পরে থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করে। পরে বাদি আদালতে একটি পিটিশন দখিল করলে আদালত ঘটনাটি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সে মোতাবেক পুলিশ গত মঙ্গলবার থানা পুলিশ পিটিশনটি নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।