কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার নজরুল ইসলাম (৪৫) ও কামরুল ইসলাম (৪০) নামে দুই যুবক মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত নজরুল ইসলাম উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত জহির সরদারের ছোট ছেলে। আর কামরুল ইসলাম যুগিখালী ইউনিয়নের বামনালী গ্রামের নূর আলী দফাদারের ছেলে।
ভাই আরিজুল ইসলাম জানান, প্রবাসে কাজ করা অবস্থায় আকস্মিক মস্তিষ্কে রক্তক্ষরণে রোববার (৩ অক্টোবর) দুপুরে নজরুল মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
অপরদিকে স্ত্রী জলি খাতুন জানান, প্রতিদিনের মতো তার স্বামী কামরুল শনিবার সন্ধ্যায় ফ্যাক্টরিতে কাজ শেষে বাসায় এসে রান্না করে রাতের খাবার খান। ঘুমানোর আগে তিনি বুকে ব্যাথা অনুভব করেন। ওই রাতে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘুমিয়ে পড়েন। রোববার (৩ অক্টোবর) সকালে কাজে যাওয়ার সময় তার হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়। তিনি স্ত্রী, বাবা-মা ও তিন মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মৃত দুইজনের লাশ দেশে আনার চেষ্টা চলছে বলে তাদের স্বজনরা জানিয়েছেন।