যশোর প্রতিনিধি: পুলিশের কনস্টেবল পদে চাকরি দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে দুইজনে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি নোট বুক ও চাকরির অনলাইন আবেদন ফরম জব্দ করা হয় । শনিবার ভোরে অভয়নগর ও খুলনার ফুলতলা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- অভয়নগর উপজেলার কোটা গ্রামের আবদুল আজিজ শেখের ছেলে নাজমুস সাকিব (৩২) ও খুলনার ফুলতলা থানার জামিরা গ্রামের ফজলুর রহমান খানের ছেলে ওহিদুল ইসলাম খান (৪০)।
যশোর পুলিশের মুখপাত্র ও ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, সম্প্রতি বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনষ্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই চাকরি ঘিরে দালাল ও প্রতারক চক্র সক্রিয় রয়েছে। আইজিপি ও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।খুলনা জেলার ফুলতলা থানার বাড্ডাগাতী সাকিনের কোহিনুর বেগম যশোর জেলার পুলিশ সুপাপ্রলয় কুমার জোয়ারদার মহোদয়ের কার্যালয়ে গিয়ে অভিযোগ দেন।প্রাথমিক গোপন অনুসন্ধানে সত্যতা পেয়ে কোহিনুর বেগম অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি জেলা গোয়েন্দা শাখাকে তদন্তেরভার অর্পন করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম শুক্রবার (১ অক্টোবর দিবাগত) রাতে অভয়নগর ও খুলনা ফুলতলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক ও দালাল চক্রের ২ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় তাদের কাছ থেকে একাধিক চাকুরি প্রত্যাশী প্রার্থীদের আবেদন ফরম, টাকা আদায়ের নোট বুক, মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত মোবাইল ফোনে তার ফেসবুক আইডি ম্যাসেঞ্জারে সাম্প্রতিক বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনষ্টেবল পদে নিয়োগে প্রতারণা পূর্বক প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়ে আবেদন পত্র ও অর্থ গ্রহনের তথ্য প্রমান পাওয়া যায়।