যশোরে বাড়িতে বসে ঘুমের ঔষধ ও গাঁজা সেবন করায় এক যুবকের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি
ঘরে বসে ঘুমের ঔষধ ও গাঁজা সেবন করে পরিবারের সদস্যদের নিরাপত্তার হুমকী ও বিরক্তি কারন হওয়ায় পুলিশ সোহাগ হোসেন এক যুবককে গ্রেফতার করেছে। পরে তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল থেকে ডোপ টেষ্ট করে মাদক আইনে মামলা দিয়েছে। সে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর মহাজ্জেলপাড়া গ্রামের মোছাঃ লাকী খাতুন ও মহসিন আলীর ছেলে।
নরেন্দ্র পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, শনিবার সকালে তিনি গোপন সূত্রে খবর পান সোহাগ হোসেন নিজ বাড়িতে বসে ঘুমের ঔষধ ও গাঁজা সেবন করে অসংলগ্নভাবে আচারণ করছে। পরিবারের সদস্যের বিরক্তি কারণ ও নিরাপত্তার হুমকী দেখা দেয়ায় পুলিশ উক্ত বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহান হোসেন ঘরের টিনের চালা খুলে পালানোর চেষ্টার এক পর্যায় ব্যর্থ হয়। পরে তাকে গ্রেফতার পূর্বক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনে। সোহাগ হোসেনকে ডোপ টেষ্ট করানো হলে তার মুখের মধ্যে ঘুমের ঔষধ ও গাঁজা সেবনের অভিযোগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেন। সোহাগ হোসেনকে পুলিশ আদালতে সোপর্দ করেছে।#