যশোর প্রতিনিধি
যশোরের ঢাকা রোড তালতলা এলাকার মেসার্স মনির উদ্দিন আহম্মেদ তেল পাম্পের সামনে থেকে একটি পিকআপ চুরি ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ পিকআপ চালক আবু সাঈদকে (৩৫) আটক করেছে। তিনি সদর উপজেলার মালি গ্রামের দক্ষিণপাড়ার আব্দুল জলিল সরদারের ছেলে।
একই এলাকার মৃত তবিবর রহমানের ছেলে আল আমিন কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তার বড় ভাই সাইফুল ইসলাম শিহাবের (৩০) একটি পিকআপ (খুলনা মোট্টা-ন-১১-১১৬৪) আছে। ওই পিকআপটি শুরু থেকে পরিচালনা করতেন আবু সাঈদ। গত ২৯ আগস্ট সকালে পিকআপটি ভাড়া নিয়ে যাওয়ার জন্য সাঈদ মনির উদ্দিন তেল পাম্পের সামনে যায়। প্রত্যেকবার ভাড়াখাটার আগে সাঈদ পিকআপ মালিককে জানিয়ে যায়। কিন্তু সে দিন মালিকককে না জানিয়ে রাজশাহী যাওয়ার জন্য যায়। সেদিন আর সাঈদ ফিরে আসেনি। সারাদিন খোঁজ করা হয়েছে। পরদিন বিকেলে সাঈদ মোবাইল ফোনের মাধ্যমে জানান পিকআপটি চুরি হয়ে গেছে। কিন্তু মালিকের ধারণা সাঈদ এই চুরির ঘটনার সাথে জড়িত। এই ঘটনার পর পিকআপটির খোঁজ নেয়ার পরও তা পাওয়া না যাওয়ায় কোতয়ালি থানায় মামলা হয়। পুলিশ সাঈদকে আটক করে শুক্রবার জেল হাজতে পাঠিয়েছে। এবং ৫দিনের রিমান্ড আবেদন করেছে।