যশোরে ব্যাংক কর্মকর্তার কাছে সৌদিরিয়াল বিক্রি করতে এসে দু’ প্রতারক পুলিশের খাঁচায়

যশোর প্রতিনিধি
ব্যাংক কর্মকর্তার কাছে সৌদি রিয়াল বিক্রির নামে প্রতারনা করতে এসে দুই প্রতারক ৫শ’ সৌদি রিয়ালসহ পুলিশের সহায়তায় ধরা পড়েছে। এরা হচ্ছে, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পীরেরচর গ্রামের ধলা মিয়া ফকিরের ছেলে জাহাঙ্গীর ফকির ও একই গ্রামের মৃত আব্দুর রব ফকিরের ছেলে আজিজুল ফকির। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার উজ্জলপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে বর্তমানে যশোর আরএনরোডস্থ এনআরবিসি ব্যাংকের জুনিয়র অফিসার আমিরুল ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার ৯ সেপ্টেম্ববর রাতে যশোর কোতয়ালি মডেল থানায় উক্ত দুই প্রতারকের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, গত ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় উক্ত দুই আসামী শহরের আরএন রোডস্থ এনআরবিসি ব্যাংক শাখায় আসে। তারা ব্যাংক হতে ১শ’ সৌদি রিয়াল ভাঙ্গায়। তাদের কাছে আরো সৌদি রিয়াল আছে যা কম দামে ব্যাংক কর্মকর্তার কাছে বিক্রি করবে বলে জানায়। প্রতারক উক্ত দুই ব্যক্তি ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের কাছে বলে তাদের কাছে থাকা ৮০ হাজার সৌদি রিয়াল বাংলাদেশী টাকায় ১লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করতে চায়। ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের সন্দেহ হয়। তিনি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কোতয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জের কাছে বিষয়টি জানান। আসামীরা বাদীকে বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর বিকেল ৫ টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যাওয়ার কথা বলে ব্যাংক কর্মকর্তাকে। পরবর্তীতে পুলিশের সহায়তায় প্রতারকদ্বয়ের দেয়া তথ্য মতে ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান আইন জীবি সমিতির বিপরীতে পুরাতন জজকোর্টের উত্তর পূর্বে কোনে পাকা রাস্তার উপর পৌছালে। ব্যাংক কর্মকর্তার সাথে থাকা পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারকদ্বয় দৌড়ে পালাবার চেষ্টার এক পর্যায় পুলিশ প্রতারক জাহাঙ্গীর ফকির ও আজিজুল ফকিরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা লাল সবুজ গামছার মধ্যে মোড়ানো কয়েকটি খবরের কাগজ একটি ভিমবার ও ৫শ’ সৌদি রিয়াল উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় আনা হয় রাতে। শুক্রবার গ্রেফতারকৃত দু’জনকে আদালতে সোপর্দ করা হয়