যশোরে টাকা ছিনতাইয়ের ঘটনায় আইনজীবীসহ ১২জনের নামে  মামলা

যশোর প্রতিনিধি
যশোরে ৬ বছরের ঘর ভাড়া না দিয়ে উল্টো বাড়ির মালিককে মারপিট এবং অর্ধ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় এক আইনজীবীসহ ১২জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শহরের শহরের খড়কি আব্দুল হালিম রোড (জজ কোর্টের পশ্চিম পার্শ্বে)’র এই ঘটনার পরে মাসুম আহম্মেদের স্ত্রী তামান্না আহম্মেদ গত ৫ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন। আসামিরা হলেন, যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার সাবেক মন্ত্রী মৃত খালেদুর রহমান টিটোর ছেলে অ্যাডভোকেট খালেদ হাসান জিউস, মৃত রবির ছেলে রিমন, একই এলাকার বাবু, বিপুল, নাসির ও টাক শাহিন, শহীদ আনোয়ার পাবেল, সুজিত পাল, নাসির উদ্দিন, রহমান, দিপু ও হাসান।
বাদী মামলায় বলেছেন, শহরের খড়কি আব্দুল হালিম রোড (জজ কোর্টের পশ্চিম পার্শ্বে) বাদীর স্বামী মাসুম আহম্মেদের পৈত্রিক একটি প মতলা ভবনের বাড়ি রয়েছে। আসামি খালেদ হাসান জিউস ওই বাড়িতে ২০১৫ সাল থেকে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। কিন্তু কোনদিনই তিনি বাড়ি ভাড়ার টাকা দেননি। সে কারণে কয়েকদিন আগে আসামি জিউসের ভাড়া করা ওই বাড়িতে বাদীর স্বামী তালাবদ্ধ করে দেন। গত ২৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে আসামি জিউসের নেতৃত্বে তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে। এরপরে আবার গত ২ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে বাদীর স্বামী ওই ঘরে তালঅবদ্ধ করার সময় সকল আসামিরা একত্রিত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট এবং কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা আবারো হত্যার হুমকি দিয়ে চলে যায়। তবে যাওয়ার সময় বাদীর স্বামী মাসুম আহম্মেদের পকেটে থাকা ৫৫ হাজার ৭৭০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এরপর মাসুম আহম্মেদকে উদ্ধার করে চিকিৎসা শেষে থানায় এই মামলঅ করা হয়েছে।