যশোরে ৪৫ হাজার জাল টাকাসহ নারী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি: যশোর সদরে ৪৫ হাজার জাল টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার বিকেলে সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়াবাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাঁর ঘর থেকে জাল টাকাগুলো জব্দ করে।

গ্রেপ্তার নারীর নাম হালিমা খাতুন (৫৭)। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের শওকত আলীর স্ত্রী। তিনি সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন।

এ সময় তাঁর ঘর থেকে ১১টি এক হাজার টাকা নোট এবং ৬৮টি ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়।
বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়া এলাকার হালিমা খাতুনের ভাড়াবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘর থেকে ১১টি এক হাজার টাকা নোট এবং ৬৮টি ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ৪৫ হাজার জাল টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এর এ (বি) ধারায় মামলা হয়েছে। হালিমা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। কাল শনিবার তাঁকে আদালতে নেওয়া হবে।