যশোরে চাঁদাদাবী করে হুমকীর ঘটনায় মামলায় চাঁদাবাজ গ্রেফতার

যশোর প্রতিনিধি
চাঁদার দাবিতে অব্যাহত হুমকী ধামকীসহ ছুরিকাঘাত করার ঘটনায় কোতয়ালি মডেল থানায় জাফর নামে এক চাঁদাবাজ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জাফরকে শুক্রবার ৩ সেপ্টেম্বর ভোর রাতে বাড়ি হতে গ্রেফতার করেছে। সে শহরের শংকরপুর গাড়োয়ান পট্টির মৃত তনুর ছেলে। যশোর শহরের শংকরপুরের মোকাদ্দেছ মিয়ার ছেলে সেলিম মিয়া বাদি হয়ে বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর রাতে মামলাটি করেন। মামলায় জাফর ছাড়াও অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামী উল্লেখ করা হয়েছে।
সেলিম মিয়া বাদি হয়ে মামলায় উল্লেখ করেন, তিনি শংকরপুর এলাকার একজন ব্যবসায়ী। আসামী জাফরসহ অজ্ঞাতনামা সন্ত্রাসী চাঁদাবাজ এলাকায় চাঁদাদাবি করে হুমকী ধামকী দিয়ে বেড়ায়। গত ২৪ আগষ্ট রাত ৮ টায় উক্ত জাফর তার সহযোগী অজ্ঞাতনামা সন্ত্রাসী চাঁদাবাজদের নিয়ে বাদির দোকানের সামনে এসে বাদিকে বলে তাদেরকে ৫০ হাজার টাকা দিতে হবে ব্যবসা করতে হলে। তাছাড়া প্রতিমাসে ৫হাজার টাকা চাঁদা দিতে হবে। নইলে ব্যবসা করতে দেবেনা বলে জানায়। উক্ত চাঁদাবাজরা ব্যবসায়ী আনিসুল হকের নিকট ২ হাজার টাকা ও কাঠ মিস্ত্রি শহিদুলের নিকট ১ হাজার টাকা চাঁদাদাবি করে। এভাবে প্রতিনিয়ত চাঁদাদাবি করে প্রাণ নাশের হুমকী ধামকীসহ গালিগালাজ করতে থাকে। সেলিম মিয়া গালিগালাজ করতে নিষেধ করলে তাকে মারপিটসহ প্রাণ নাশের হুমকী ধামকী দেয়। এ ঘটনায় সেলিম মিয়া বাদি হয়ে বৃহস্পতিবার রাতে কোতয়ালিমডেল থানায় জাফরসহ অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে মামলা করে। পুলিশ শুক্রবার ভোর রাতে চাঁদাবাজ সন্ত্রাসী জাফরকে তার বাড়ি হতে গ্রেফতার করে। জাফরের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় ডজ্জন খানেক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। জাফর এলাকায় একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে সকলের কাছে পরিচিত বলে স্থানীয় লোকজন জানিয়েছেন