যশোর প্রতিনিধি
যশোর সদরের বোলপুর উত্তরপাড়া গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাশেদ নামে এক যুবক খুনের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। রাশেদের বোন সুমাইয়া ইয়াসমিন রিক্তা বাদি হয়ে একই গ্রামের পিতাপুত্রকে আসামি করে মামলাটি করেন। আসামিরা হচ্ছে, মনিরুল ইসলাম ও তার পিতা খোকন খান ।
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি মনিরুল ইসলাম ধার হিসাবে নিহত রাশেদের কাছ থেকে ৬শ টাকা নেয়। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে রাশেদের সাথে মনিরুলের পূর্ব শত্রুতা গড়ে উঠে। গত ১০ আগস্ট রাত সাড়ে আটটার দিকে বোলপুর উত্তর পাড়ায় মনিরুলের সাথে দেখা হলে রাশেদ ধারের টাকা চান। সে সময় মনিরুল উত্তেজিত হয়ে রাশেদকে গালিগালাজ করে। দুইহনের মধ্যে কথাকাটাকাটি হলে মনিরুলের পিতা খোকন খান সেখানে যায়। পরে মনিরুল তার কাছে থাকা একটি ধারালো চাকু বরে করে রাশেদকে পরপর দুইটি আঘাত করে। খোকন খান একটি রড দিয়ে রাশেদকে বেধড়ক মারপিট করে। এ সময় তার চিৎকালে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিদ্বয় ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা নেয়ার পর গত ৩১ আগস্ট ছাড়পত্র নিয়ে যশোরের বাড়িতে নেয়া হয়। ওই দিনই তিনি ফের অসুস্থা হয়ে পড়লে তাকে ফের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে কোতয়ালি থানায় একটি মামলা হয়।