যশোরে বিএসপির ২০৬তম সাহিত্য সভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ২০৬ তম সাহিত্য সভা প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সহ-সভাপতি আমির হোসেন মিলন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও গবেষক ড. মো. মুস্তাফিজুর রহমান, কবি মহব্বত আলী মন্টু, কবি মো. মনিরুজ্জামান।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, মুহাম্মদ হাতেম আলী সরদার, আহমেদ রাজু, রবিউল হাসনাত সজল, আবুল হাসান তুহিন, নূরজাহান আরা নীতি, আহমেদ মাহাবুব ফারুক, অ্যাড. মাহমুদা খানম, মো. নাসির উদ্দিন, রাশিদা আখতার লিলি, হুমায়ন কবির, মো. শরিফ উদ্দীন, রাজপথিক, অশোক কুমার বিশ^াস, এমএ কাশেম অমিয়, শংকর নিভানন, এএফএম মোমিন যশোরী, গোলাম রসূল, শহিদুজ্জামান মিলন, রেজাউল করিম রোমেল, অরুণ বর্মন, আব্দুর রশিদ খোকন, মাসুম বিল্লাল, মানবেন্দ্র সাহা, মো. আক্তার হোসেন, সালমা খাতুন প্রমুখ।
করোনাকালে নিহত কবি, সাহিত্যিকের স্মরণে সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।