যশোর প্রতিনিধি : জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) উদ্যোগে কবিতা পাঠ ও আলোচনা সভা শুক্রবার (২৭ আগস্ট) রাত ৮টায় ভার্চুয়ালে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক ড. মো. মুস্তাফিজুর রহমান। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কবি কাজী রকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি অ্যাড. জিএম মুছা, কবি অশোক কুমার বিশ^াস।
বক্তব্য রাখেন বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজল, প্রকাশনা সম্পাদক আহমদ রাজু।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নূরজাহান আরা নীতি ও নির্বাহী সদস্য সোনিয়া সুলতানা চাঁপার উপস্থাপনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, জাহান আরা খান কোহিনূর (ঢাকা), স্বপ্না সাহা (কলকাতা), জাহিদুল যাদু, শেখ হামিদুল হক, ফাতেমা পারভীন, রাজপথিক, শাহরিয়ার সোহেল, খাদিজা ইতু, রমা চক্রবর্তী (কলকাতা), অরুন বর্মন, এমএ কাশেম অমিয়, শহিদুল ইসলাম মিলন, মোস্তাফিজুর রহমান, কাজী নূর, মোস্তানূর রহমান সাক্ষর প্রমুখ।